মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়  সাংবাদিক’কে নিয়ে অপপ্রচারসহ হুমকি দিল জহিরুল  

0
656

এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়  সাংবাদিককে নিয়ে অপপ্রচারসহ প্রাণনাশের হুমকি প্রদান করল জহিরুল ইসলাম ওরফে ফেন্সি জহির।

কে এই জহিরুল?

বহুরূপি এই সেই এস এম জহিরুল ইসলাম ওরফে ফেন্সি জহির

রাজধানীর মিরপুর-১২ নম্বর সিরামিক বস্তিতে বেড়ে ওঠা এস এম জহিরুল ইসলাম এক সময় করতেন ফেনসিডিল ব্যবসা। তখন ফেন্সি জহির বলে বেশ পরিচিতি লাভ করেন। এমনকি, মিরপুর পল্লবী থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতিও তিনি।

এলাকা সূত্রে জানা যায়, এই জহিরুল মিরপুরের বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে নিতে তার বিশাল বাহিনী রয়েছে। বেশ কিছুদিন আগে এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। ওই ব্যবসায়ী টাকা দিতে রাজি না হওয়ায়, ব্যবসায়ীকে মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকিও দেন জহিরুল। সেই হুমকির কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরালও হয়।

সে গত ৯ই নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার ফেইসবুক আইডি থেকে অপপ্রচারসহ হত্যার হুমকি শুরু করেন।

দীর্ঘদিন যাবত ফেন্সি জহিরের বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় মাদক ব্যবসা ও তার অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। অত্র নিউজ পোর্টালে ( এফআইআর টিভি অনলাইন) তার বিরুদ্ধে তিনটি সাংবাদ প্রকাশ হওয়ার পর জহিরুল ইসলাম ওরফে ফেন্সি জহির, সাংবাদিক এম এ কাদের’কে নিয়ে অপপ্রচারসহ হত্যার হুমকি শুরু করে। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, যদি তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা থেকে বিরত না থাকা হয় তাহলে দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি গ্রহন করতে হবে।

তার অপপ্রচার ও হুমকির আইনী প্রক্রিয়ায় বিচারের ব্যবস্হা করা হবে বলে জানিয়েছেন, মাইটিভির সাবেক প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক এম এ কাদের।

জহিরুল ইসলাম ওরফে ফেন্সি জহিরের ফেইসবুক আইডির লিংক নিম্ন দেওয়া হল।

https://www.facebook.com/smzahirul.islam.3?mibextid=ZbWKwL

এই সেই ফেন্সি জহির

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here