মাদক মামলার পলাতক আসামী ইয়াবা খোকন গ্রেপ্তার

0
337

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে নাইমুল ইসলাম খোকন (৩৩) নামে  মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মাধবপুর থানার মমিনুর ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি টিম আশুগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে। সে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগর (করড়া) এলাকার হাবিবুর রহমান (ফেন্সি হাবিব) এর পুত্র।

এস আই মুমিনুল ইসলাম জানান,হবিগঞ্জ জেলার সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, জনাব এস এম মুরাদ আলি স্যারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মুহসিন আল মুরাদ, অফিসার ইনচার্জ জনাব,মুহাম্মদ আব্দুর রাজ্জাক ও ,পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মাইনউদ্দিন, স্যারদের তত্তাবাধনে আমি এস আই মোঃ মমিনুল ইসলাম পিপিএম সঙ্গীয় এস আই ইসমাইল হোসেন , এ এস আই এমরান আহমেদ সহ আশুগঞ্জ থানার অফিসার ফোর্সদের সহায়তায় অদ্য ০১-১০-২০২১ ইং তারিখ ভোর রাতে অত্র থানার মুলতবী ৭ টি গ্রেফতারী পরোয়ানা আসামী নাইমুল ইসলাম খোকন @নাইম আহমদ @খোকন মিয়া (৩৩), পিতা-হাবিবুর রহমান @হাবিব মিয়া @ফেন্সী হাবিব, সাং মাদারগড়া (কড়রা), থানা মাধবপুর জেলা হবিগঞ্জ কে আশুগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here