সরকারি কৌঁসুলি (পিপি) আজাদ রহমান বলেন, আদালত মাদক মামলায় আসামিদের কারাদণ্ড দেওয়ার পরিবর্তে আগামী ছয় মাস সপ্তাহে এক দিন ঢাকা দক্ষিণ বা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে আসামিদের ধর্মীয় আচরণবিধি ও অনুশাসন মেনে চলার নির্দেশনা দিয়েছেন আদালত।