মাধবপুরে দূদকের সততা স্টোর কাগজেপত্রে থাকলেও বাস্তবে নেই ! 

0
117
মাসুদ লস্কর, স্টাফ রিপোর্টারঃ মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে দূর্নীতি দমন কমিশন(দূদক) এর উদ্যোগে স্থাপিত সততা স্টোরের বাস্তবে কোনো অস্তিত্ব নেই।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সততার চর্চার জন্য উপজেলা প্রশাসনের সহযোগীতায় ২০১৯ সালের বিভিন্ন সময়ে মাধবপুর উপজেলার ২৭ টি উচ্চ বিদ্যালয় ও ১ টি মহাবিদ্যালয়ে সততা স্টোর চালু করে দূদক হবিগঞ্জ অফিস।

প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে সততা স্টোর নামে পৃথক কর্ণার চালু করা হয় তখন।বিক্রেতাবিহীন এসব স্টোরে বিদ্যালয়ের ব্যবস্থাপনায় কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনে এনে প্রতিটি পন্যের গায়ে মূল্য উল্লেখ করা লেভেল লাগিয়ে স্টোরে রাখার পর প্রয়োজনমত শিক্ষার্থীরা একটি বাক্সে মূল্যের সমপরিমান টাকা রেখে জিনিষটি নিয়ে নেবে এই কনসেপ্ট থেকে সততা স্টোরগুলো চালুর পর কয়েকমাস না যেতেই বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় এগুলো বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক করোনা পরিস্থিতির কারনে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকাকে সততা স্টোরগুলো বন্ধ হওয়ার কারন বলে উল্লেখ করেছেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় সততা ষ্টোর এর শেল্ফ এর করুন অবস্থা।
এ ব্যাপারে জানতে চাইলে মাধবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হুসেন বলেন, করোনার কারনে ই মুলত তা বন্ধ হয়েছে। তবে শীঘ্রই তা চালুর ব্যবস্থা করব।

দূদক হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এরশাদ মিয়া প্রতিবেদককে জানিয়েছেন, সবগুলোতে নয় তবে বেশকিছু শিক্ষা প্রতিষ্টানে সততা স্টোর চালুর জন্য দূদকের পক্ষ থেকে ৫ থেকে ৩০ হাজার টাকার প্রাথমিক পুঁজি বরাদ্ধ দেওয়া হয়েছে। করোনার কারনে সততা ষ্টোর বন্ধ হলেও প্রতিষ্ঠান খোলার সাথে সাথে কর্তৃপক্ষ তা আবার চালু করবে। কারন পুজি তো কমেনি। তবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধের চর্চার জন্য প্রতিষ্টান প্রধানদেরই উদ্যোগী হয়ে সততা স্টোরগুলো চালু রাখা উচিত।
মাধবপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ সিরাজুল হক জানান, করোনার কারনে একটা গ্যাপ তৈরী হয়েছে। তবে সততা স্টোরগুলো চালু থাকা উচিত ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here