মাধবপুরের দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

0
103

এম এ কাদেরঃ সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার ১৯শে ফেব্রুয়ারী সকালে প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তর প্রতিনিধি রোকনউদ্দিন লস্করের উদ্যোগে কেক কাটা, আলোচনাসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

প্রেসক্লাব সভাপতি মোঃ অলিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, প্রেসক্লাবের সাবেক সভাপতি
আলাউদ্দিন আল রনি, শংকর পাল সুমন, বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির, স্বজন সমাবেশের আহবায়ক আলমগীর হোসেন টিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুকুর রহমান মাসুক, প্রেসক্লাবের সহসভাপতি আবুল খায়ের, সুব্রত দেব, যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

এর আগে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দৈনিক ইনকিলাবের মাধবপুর প্রতিনিধি ক্বারী মোঃ সামছুল হক মিলাদ ও দোয়ার মাধ্যমে মহররমের মাগফেরাত কামনা করেন। এবং দৈনিক যুগান্তরের আগামী দিনের পথ চলার সুগম কামনার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here