মাধবপুরে অটো রিক্সাসহ ছায়েদ গ্রেফতার

0
28
এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজারের কাছে চোরাই অটোরিক্সাসহ ছায়েদ মিয়া (২৮)নামে এক ব্যক্তিকেগ্রেপ্তার করেছে পুলিশ।
সে চুনারুঘাট উপজেলার ডুলনা গ্রামের আলফি মিয়ার ছেলে। বৃহস্পতিবার ১৩ই এপ্রিল এস.আই মানিক সাহা ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পুলিশ জানান-ছায়েদ মিয়া চোরাই অটোরিক্সাটি বিক্রি করার উদ্দেশ্যে বাঘাসুরার বাজারের পাশে পাভেল মিয়ার বসতবাড়ির নিকট মাটির রাস্তায় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং অটোরিক্সাটি জব্দ করে।

এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোর্পদ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here