হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইন নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মধবপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মঙ্গলবার ( ১১ মে ) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা। উক্ত অভিযানে ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইন নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী দুজন ব্যক্তিকে মোবাইল কোর্টে ৫০০০০ ( পঞ্চাশ হাছার ) করে সর্বমোট ১০০০০০ ( ১ লক্ষ ) টাকার অর্থদন্ড প্রদান করা হয়। দন্ড প্রাপ্তরা হলেন তোফাজ্জল হোসেন (২৫) এবং মো: হাসান (২৮) ।