এম এ কাদেরঃ ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উক্ত তারিখে অনুষ্ঠিত হবে।
উপজেলার প্রতিটি ইউনিয়ন ঘুরে দেখা যায় আচরণ বিধিমালা লঙ্ঘনে যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কে কার চেয়ে বেশি বিধিমালা লঙ্ঘন করতে পারে।
উপজেলার প্রশাসন যদিও কিছু কিছু জায়গায় আচরণ বিধিমালা লঙ্ঘন করার কারনে জরিমানা করে আসছেন তার পরও যেন, অন্যন্যান প্রার্থীাদের মধ্যে কোন প্রভাব পরছে না এই আইন প্রয়োগে । প্রশ্ন এখন সচেতন মহলে হিরিক জমে উঠেছে।
তাহলে কি প্রার্থীরা আচরণ বিধিমালা লঙ্ঘন করে কি আদিবাসীদের মত আইন প্রয়োগ কারীদের বুড়ো আঙুল দেখাচ্ছে নাকি আচরণ বিধিমালা লঙ্ঘন নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের কর্মকর্তারা ব্যর্থ ? জানতে চায় মাধবপুর উপজেলার সচেতন নাগরিকরা।