মাধবপুরে আবাবিল সোসাইটির উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

0
283

মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সামাজিক সংগঠন আবাবিল সোসাইটির উদ্যোগে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়ের জন্য ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্টিত হয়েছে।

শনিবার(৮ জুন) সকাল ১০ টায় সংগঠনের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা মুফতি মোযযাম্মিল হক মাসুমী।

এসময় উপস্থিত ছিলেন, আবাবিল সোসাইটির সাধারণ সম্পাদক পাভেল লস্কর, সাংগঠনিক সম্পাদক মহিবুল চৌধুরী, সিনিয়র সদস্য সাইফুল ইসলাম খান, সোসাইটির সদস্য ও ঢাবি শিক্ষার্থী মোঃ ফরহাদ মিয়া, শেখ শাকিলুর রহমান অপু,জাবি শিক্ষার্থী জোবায়েদ খান, সদস্য ইয়াসিন খান সবুজ, আবিদুর রহমান মান্নান মোল্লা, শরীফ মোল্লা, গিয়াস উদ্দিন লস্কর, জেবু খান প্রমুখ।

দিনবর ৪৫০ জন পুরুষ নারী ও কিশোর কিশোরীর রক্তের গ্রুপ নির্নয় করে তাদের হাতে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here