মাধবপুরে একই রাতে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ! 

0
108

শ্রীবাস সরকার, মাধবপুর থেকেঃ হবিগঞ্জের মাধবপুরে একই রাতে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৩ নং বহরা ইউপির সুন্দাদিল এলাকার কৃষি সেচ পাম্প পরিচালিত দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে ।

সুন্দাদিল গ্রামের বদিউর রহমান বদু নামে এক ব্যক্তি জানান, সুন্দাদিল গ্রামের মৃত লিয়াকত আলী মেম্বার ও হাবিবুর রহমান এর যৌত নামে সেচ পাম্প পরিচালিত একটি ১৫ কেবিঃ এবং আব্দুস সামাদ এর নামে একটি ৫ কেবিঃ এ দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার গত রাতে কে বা কারা কুটি থেকে নামিয়ে চুরি করে নিয়ে যায়।

এ ব্যপারে জানতে চাইলে, মাধবপুর পল্লী বিদ্যুত সমিতির সাব-জোনাল অফিসার (এজিএম) আজহারুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি এবং অফিস স্টাফ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। এছাড়া তিনি আরও জানান, এ ব্যাপারে একটি তদন্ত টিমও গঠন করা হয়েছে। কারা এ চুরির ঘটনা ঘটাতে পারে তা খতিয়ে দেখছি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here