মাধবপুরে কাপড়ের গাইডের মতো অভিনব কৌশলে ২০ কেজি গাঁজাসহ জঙ্গু গ্রেপ্তার

0
28

এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুরে অভিনব কায়দায় ২০ কেজি গাঁজা পরিবহন কালে একজন মাদক ব্যবসায়ী আটক করেছে মাধবপুর থানা পুলিশ।

অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে মাধবপুর থানার বিশেষ অভিযানে  ১০ই  মাধবপুর থানাধীন ০৭নং জগদীশপুর ইউপিস্থ বেলঘর বাস স্ট্যান্ডের ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশ্বে রাস্তা হইতে ২০ (বিশ) কেজি গাঁজাসহ কাপড়ের গাইডের মতো অভিনব কৌশলে পাচারের সময়  জঙ্গু মিয়া’কে এস আই (নিঃ) সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জঙ্গু মিয়া (৪৫), পিতা-মৃত রফিক মিয়া, মাতা-মৃত জয়ফুল বেগম , গ্রাম- পুকড়া, থানা- বানিয়াচং, জেলা -হবিগঞ্জ। বর্তমানে জঙ্গুলে মিয়া- সুরমা (সাহেব বাড়ী, শ্বশুড় মোঃ নুর মিয়া), (০৬নং শাহজাহানপুর ইউপি) ,থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জে থেকে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে স্হানীয় সূত্র জানা যায়।

আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে আমাদের চোখ সদায় জাগ্রত। এই অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here