শ্রীবাস সরকার, মাধবপুর (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক দেশব্যাপী কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। অদ্য হতে আগামী ২৬ শে নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে।
শুক্রবার ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দেশব্যাপী কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়শন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা-২০২২ এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ৩ টি কেন্দ্রে (বাংলাদেশের সকল উপজেলার ন্যায়) একযোগে পরীক্ষা শুরু হয়েছে। ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনব্যাপী এই পরীক্ষা চলবে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মাধবপুর উপজেলা শাখার পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

২০২২ সালে দেশের সবচেয়ে বড় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা সফল করতে বাংলাদেশ কিন্ডারগার্টেন আ্যসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার ৩ টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮০৮ জন ছাত্র-ছাত্রী, মনতলা অপরুপা বালিকা বিদ্যালয়ে ৫৫৬ জন ছাত্র-ছাত্রীও নোয়াপাড়া ইটাখোলা সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ৪৭১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার্থী রয়েছে। উপজেলার ৩টি কেন্দ্রে সর্ব-মোট ১ হাজার ৮ শত ৩৫ জন পরীক্ষার্থী রয়েছে ।