মাধবপুরে ঘিলাতলী দাওয়াতে রাসূল (সাঃ) এর উদ্যোগে মাহফিলে যোগদেন সকলে

0
297

এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় দাওয়াতের রাসুল (সাঃ) সুন্নী যুব সংগঠনে উদ্যোগে ২য় বার্ষিক সুন্নী মহা সম্মেলন আগামী ৫ই ডিসেম্বর ঘিলাতলী শাহী ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সুন্নী যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ২য় সুন্নী মহা সম্মেলন-২০২২আগামী ০৫ ডিসেম্বর, ২০শে অগ্রহায়ণ, সোমবার। সময় সময়: বাদ আছর থেকে মধ্য রাত পর্যন্ত। ঘিলাতলী শাহী ঈদগাহ ময়দানে এক সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিল ওয়াজ ফরমাইবেনঃ- আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল সাহেব, প্রেসিডিয়াম সদস্যঃ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, খান্দুরা পাক দরবার শরীফ।
সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেব, খান্দুরা পাক দরবার শরীফ।
হযরত মাওঃ হাফেজ জুনাইদ আহমেদ সাহেব, খতিব, ঘিলাতলী কেন্দ্রীয় জামে মসজিদ।
আওলাদে কালীয়াপুরী পীরজাদা আলহাজ
হযরত মাওঃ আমজাদ হোসেন জালালী সাহেব
জালালীয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা।
শায়ের ক্বারী মোঃ নিজাম উদ্দিন আলতাবী সাহেব, আলতাবীয়া দরবার শরীফ, মাধবপুর, হবিগঞ্জ। হাফেজ ক্বারী সুমন রেজা আল হোসাইনী সাহেব, ঢাকা। হযরত মাওঃ মাসুকুর রহমান জালালী সাহেব, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল, ফরিদপুর।
আমন্ত্রীত অতিথিবৃন্দঃ মীর মোঃ খোরশেদ আলম, চেয়ারম্যান, ৪নং আদাঐর ইউ/পি।
 মোঃ আলাউদ্দিন সাহেব, চেয়ারম্যান, ৩নং বহরা ইউ/পি। মোঃ মহরম আলী, মেম্বার, ৬নং ওয়ার্ড, বহরা ইউ/পি। মোঃ আব্দুল মান্নান, মেম্বার, ৬নং ওয়ার্ড, আদাঐর ইউ/পি।
মাহফিল পরিচালনায়ঃ হাফেজ মুবিন আহমেদ ও  ক্বারী ধনু মিয়া সাহেব।
এছাড়া আরও বহু উলামায়ে কেরামগন তাশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করিয়া দুনিয়া ও আখেরাতের অশেষ নেকি হাসিল করুন।
নিবেদক : মাহফিল এন্তেজামিয়া কমিটি
সার্বিক ব্যবস্হাপনায়ঃ দুবাই প্রবাসী মোহাম্মদ হেলাল মিয়া, সভাপতিঃ ঘিলাতলী দাওয়াতে রাসূল ( সাঃ) সুন্নী যুব সংগঠন।
আয়োজনেঃ ঘিলাতলী দাওয়াতে রাসূল
সুন্নী যুব সংগঠনের সকল সদস্য বৃন্দসহ
মাহফিল এন্তেজামিয়া কমিটি।
অতএব আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ নেকী হাসিল করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here