মাধবপুরে দিনব্যাপী বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

0
185

প্রেস বিজ্ঞপ্তিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।

সংবাদ লেখার কৌশলকে বাস্তবসম্মত ও সময় উপযোগী করে গড়ে তুলতে, এফআইআর টিভি অনলাইন ডট কম এর আয়োজনে-মাধবপুরে দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে থাকবে:- প্রতিবেদন লেখার কৌশল, সাংবাদিক ও সাংবাদিকতার পার্থক্য, প্রতিবেদনের গঠন প্রণালী সাংবাদিকতার প্রাথমিক ধারণা, সাংবাদিকতার ও সংবাদপত্রের ইতিহাস।

দেশে বিদ্যমান রয়েছে ৩৫টি স্যাটেলাইট টিভি চ্যানেল, অনুমোদনসহ খুব শীঘ্রই সম্প্রচারে যাচ্ছে আরও ১০টি স্যাটেলাইট চ্যানেল। তাদের দরকার দক্ষ টিভি প্রেজেন্টার বা দক্ষ মিডিয়া কর্মী। সুতরাং, নিজেকে একটু দক্ষভাবে গড়ে তুলতে পারলেই মিডিয়াতে ক্যারিয়ার গড়ার অফুরন্ত সম্ভবনা রয়েছে।ক্যারিয়ার গড়তে বর্তমান সময়ের সেরা ও দক্ষ ইনস্টিটিউটের ডিজিটাল প্লাটফর্মে, প্রফেশনাল প্রশিক্ষকদের তত্ত্বাবধানে হাতে কলমে এবং সরাসরি প্রশিক্ষণ নিন। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদানসহ চাকরির জন্য সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

সম্মানজনক এই পেশায় দিনের পর দিন চ্যালেঞ্জটা কিন্তু বেড়েই চলেছে। তাই যারা মিডিয়াতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তারা হয়তো কোন প্রশিক্ষণ বা একটি কোর্স করার কথা ভাবছেন। কিন্তু জানেন তো? একজন সফল ও দক্ষ মিডিয়া কর্মী হতে হলে কিংবা এধরণের পেশায় সুযোগ পেয়ে উজ্জ্বল ক্যারিয়ার গড়তে হলে অবশ্যই নিতে হবে উন্নত, আধুনিক ও ডিজিটাল প্লাটফর্মে সঠিক এবং উক্ত পেশার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের উপর পূর্ণাঙ্গ প্রশিক্ষণ। প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে News Script Writing & Editing.

প্রশিক্ষক: সাংবাদিক রাহুল রাজ, গণযোগাযোগসাংবাদিকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়।প্রাথমিক উন্নয়ন প্রশিক্ষক (পিআইবি) এবং ক্রীড়া সম্পাদক দৈনিক খোলা কাগজ।

আবেদনের শেষ তারিখঃ ২২শে সেপ্টেম্বর।

প্রশিক্ষণঃ ২৪শে সেপ্টেম্বর ২০২২ ইং, শনিবার
সময়: সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

আসন সংখ্যা সীমিত (২০)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচ এস সি
নিবন্ধন ফি – ৫৫০/- টাকা।

বিঃদ্রঃ প্রশিক্ষণার্থীদের জন্য, মধ্যাহ্নভোজ ও প্রশিক্ষণ শেষে সনদের ব্যবস্থা রয়েছে।

কোর্স কো-অর্ডিনেটর
সাংবাদিক এম এ কাদের
সাবেক প্রতিনিধি মাইটিভি
ম্যানেজিং ডিরেক্টর
এফআইআর টিভি অনলাইন ডট কম।

প্রয়োজনেঃ

০১৭১১ ৯৯ ১২ ১৭০

১৬১১ ৯৯ ১২ ১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here