মাধবপুরে পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সাঃ) পালন নিয়ে আলোচনা সভা অনুষ্টিত

0
292

মোঃ জসিম উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুরে (আজ) ২নং চৌমুহনী ইউ/পি ও ৩ নং বহরা ইউ/পির মিলনস্থল কাশিম নগর চকবাজার মাদ্রাসায় আলোচনা সভার আয়োজন করা হয় ।

আসছে আগামী পবিত্র ঈদেে-মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে পুর্ব প্রস্তুুতি মুলক এক আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল কাইয়ুম ভুইয়া-বিজয়নগর, অসবপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব মোঃ আবু ছালেক, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন, মাওলানা মাসুকুর রহমান জালালী,হাফেজ ক্বারী শরীফুল ইসলাম জালালী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, মাওলানা আলেফ খা, জনাব মোঃ আবু নাসির, মোঃ রফিজ আলী চৌঃ মক্কো,মোঃ গুলজাহার মিয়া, এ এস এম মনিরুল ইসলাম, মোঃ আক্তার মিয়া,মাওলানা হোসাইন আহম্মেদ, সাংবাদিক মোঃ আফচার খান হারুন, মোঃ মনির হোসেন, মোঃ ইকবাল মিয়া, মোঃ জহির মিয়া, মোঃ নাইম চৌঃ, জনাব মোঃ ফারুখ মিয়া মেম্বারসহ আরও অনেকে।
সকলেই সকলের মূল মনভাবনা তুলে ধরেন এবং সবাই যেন ইসলামের মুলধারা অব্যাহত রেখে দিনটি উৎযাপন করার জন্য সকল কে আহব্বান করে। এবং মিলাদ ক্বিয়াম ও দোয়া শেষ করে সকলের মধ্যে তবারক বিতরন এর মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here