মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের জহরলাল কর্মকারের ছেলে আইয়ূষ (৬) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ।নিহত আইয়ূষ উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে আইয়ূষ বাড়ির পাশেই হাঁটতে বের হয়েছিল। একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে পুকুরে লাশ ভাসতে দেখেন। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।