মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামের মরহুম সিরাজুল ইসলাম মাস্টারের মৃত্যুর এক যুগ পেরিয়ে গেছে। মৃত্যুকালে তিনি ৫ একর জমি রেখে গেলেও এর ভাগ থেকে বঞ্চিত হয়েছেন তার ৩ কন্যা পারভীন আক্তার, দিলশাদ আক্তার ও শিল্পি আক্তার। পুরো সম্পত্তি নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে ভোগ করে চলেছেন সিরাজুলের ৩ পুত্র শেরদিল ইসলাম, ফরহাদুল ইসলাম ও মুরাদ্দিল ইসলাম।
সিরাজুল ইসলামের বড় মেয়ে পারভীন আক্তার জানান, তার ৩ ভাই’ই সরকারি চাকরি করেন। তারা ক্ষমতা ও পেশি শক্তি দেখিয়ে মা – বাবার রেখে যাওয়া প্রায় ৫ একর জমি দখল করে আছেন।
এ নিয়ে তারা আদালতে মামলা করেছিলেন কিন্তু আপোষের প্রস্তাব দিয়ে তাদের দিয়ে মামলা নিয়ে উঠিয়ে নিলেও কোনো জমিজমা তাদেরকে দেওয়া হয়নি।
পরে, তারা মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
বিষয়ে মরহুম সিরাজুল ইসলামের বড় পুত্র ফরহাদুল ইসলাম বলেন, বিষয়টি দ্রুতই নিষ্পত্তি করা হবে।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই নাজিমুল বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা নেয়া হবে