এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, জনাব এস এম মুরাদ আলি নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব,মুহাম্মদ আব্দুর রাজ্জাক ও ,পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মাইনউদ্দিন, মাধবপুর থানা তত্তাবাধনে এস আই মোঃ মমিনুল ইসলাম পিপিএম সঙ্গীয় এস আই ওয়াহেদ গাজী,এ এস আই নাসির উদ্দিন, এ এস আই এমরান আহমেদসহ ১১-০৯-২০২১ ইং তারিখ রাতে গ্রেফতারী পরোয়ানা অভিযান পরিচালনা করিয়া, জি আর মামলার (দেড়) বছরের সাজা প্রাপ্ত আাসামী মোঃ শহিদ মিয়া, পিতা মৃত আব্দুর জাহের সাং গোবিন্দুপুর এবং সি আর মামলার ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী খোকন মিয়া, পিতা আবুল হোসেন সাং বানেস্বরপুর উভয় থানা মাধবপুর জেলা হবিগঞ্জদ্বয় কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।