এস এম শামীম আহমেদ, স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা বাঘাসুরা ইউ/পির হরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১লা জানুয়ারী শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ থেকে ৪ ঘটিকার সময় বিদ্যালয়ের অফিস কক্ষ ও চতুর্থ শ্রেণীর তালা ভেঙ্গে কে বা কারা বিভিন্ন প্রকার প্রয়োজনীয় কাগজপত্র ও ষ্টীলের কেবিনেট বৈদ্যতিক ফাঁকা গ্যাসের সিলিন্ডার চুলা, পানির মটরসহ আনুমানিক প্রায় চল্লিশ- পঞ্চাশ হাজার টাকা পরিমাণ মূল্য জিনিসপত্র মালামাল চুরি করে নেয়।
এই মর্মে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী বাদী মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ,এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক এর সাথে কথা বললে তিনি বলেন, যদি জিনিসপত্র কোনো সন্ধান পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।