এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুরে বখাটেদের হামলায় আহত তরুনীর স্বপ্নার (১৯) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ।বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পুর্ব মহল্লায় তরুনীকে দেখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বপ্নার যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মো: গোলাম কিবরিয়া হাসান ও মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মো: মহিউদ্দিন আহমেদ। পরিদর্শক তদন্ত মো: গোলাম কিবরিয়া হাসান দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন।
উল্লেখ্য, বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পুর্ব মহল্লার দিনমজুর বিল্লাল মিয়ার যুবতী কন্যা স্বপ্নাকে এলাকার বখাটে যুবক সুমন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৭ ই এপ্রিল রাতে সেহরি খাওয়ার জন্য জেগে টিওবয়েলে মুখ ধোয়ার জন্য গেলে বখাটেরা স্তন ও হাত কেটে তাকে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় স্বপ্নাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অর্থনৈতিক সমস্যার কারণে দিনমজুর বিল্লাল মিয়া মেয়ের চিকিৎসা শেষ না করেই বাড়িতে নিয়ে আসে। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসন তার চিকিৎসার দায়িত্ব নেন।