শ্রীবাস সরকার, মাধবপুর ( হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের চিকিৎসা সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি পদাতিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ধর্মঘর কোম্পানী এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালকের নির্দেশনায় কুমিল্লা সেক্টর সদর দপ্তর এর অধীনস্থ সরাইল-২৫ ব্যাটালিয়নের অধীনে ধর্মঘর কোম্পানী এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
এসময় সরাইল-২৫ ব্যাটালিয়নের ধর্মঘর বিওপি কমান্ডার সুবেদার সুশীল চন্দ্র বনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরাস উদ্দিন, সংবাদকর্মী মোঃজাকির হোসেন, ইউপি সদস্য নাছির উদ্দীন খোকন সহ বিজিবি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।
মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মঈনুল ইসলাম রিফাত মেডিকেল ক্যাম্পেইনে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পেইনে বিজিবি সদস্যরা ৫ শতাধিক গরীব, দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।