এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুরে টিম মাধবপুর থানার বিশেষ অভিযানে ইং০৩/০৫/২০২২ তারিখ রাত্র ২০.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাড়ির এসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন ভুইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাধবপুর থানাধীন ০২ নং চৌমুহনী ইউ/পির মঙ্গলপুর গ্রামস্থ ধর্মঘর টু মনতলা পাকা রাস্তার আব্দুল কাদির মীর এর রাইস মিল এর সামনে হইতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ ২০ (বিশ) কেজি গাঁজা, মূল্য অনুমান-২,০০,০০০/- টাকা উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী সাব্বির আহমেদ ফয়সাল (২৪), পিতা-ফজলু মিয়া, মাতা- হেনা বেগম, স্থায়ী: গ্রাম- শিবপুর (০১নং ওয়ার্ড, ০১নং ওমরপুর ইউপি) , থানা- ওসমানীনগর , জেলা -সিলেট, বর্তমান: গ্রাম- দৌলতপুর (আছদ্দর মিয়ার বাড়ির কেয়ারটেকার) ০৫নং সৈয়দপুর ইউপি, থানা- নবীগঞ্জ, জেলা -হবিগঞ্জকে গ্রেফতার করেন। অপরদিকে ইং ০৪/০৫/২০২২ তারিখ রাত্র ২৩.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই (নিঃ) অনিক চন্দ্র দেব সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাধবপুর থানাধীন ০৯নং নোয়াপাড়া ইউনিয়নের অণ্তর্গত ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর সিএনজি ষ্ট্যান্ড হইতে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মূল্য অনুমান-২৫,০০০/- টাকা উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী স্বপন সরকার (২৯), পিতা-মৃত রমেশ সরকার , গ্রাম- ছাতিয়াইন দক্ষিনগ্রাম (১০নং ছাতিয়াইন ইউপি) , থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ আটক করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা রুজু করতঃ গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।