এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশনায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর দিকনির্দেশনায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া এসআই এনামুল সংগীয় ফোর্সসহ ১৬ ই মার্চ বৃহস্পতিবার রাত ১০.১০ ঘটিকায় মাধবপুর ফায়ার সার্ভিস রোডের জসিম উদ্দীন খন্দকারের বাড়ি সংলগ্ন একটি কালভার্টের উপরে একটি সন্দেহজনক নম্বর বিহীন সি এন জি গাড়ি থামিয়ে গাড়ির ভিতরে ৯ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ০৮ টি বিয়ার ক্যান এবং ৩০ বোতল বিদেশী মদ সহ ঐ নম্বর বিহীন সিএনজি টি জব্দ করে এবং মাদক ব্যবসায়ী মোঃ বাছির মিয়া (২৮), পিতা – মৃত আঃ রহিম, সাং- রাজাপুর( ভাংগারপাড়), ৩নং বহরা ইউপি, বর্তমান সাং- লোহাইদ শাহনগর, ৬ নং শাহজাহান পুর ইউপি, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ কে গ্রেফতার করে ।
আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
এই ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ( মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স) ঘোষণা বাস্তব রূপ ধারণ করতে আমরা স্ব-চেষ্ট রয়েছি।