শ্রীবাস সরকার, মাধবপুর( হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন রুগিদের মাঝে ১১লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ জুলাই) উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্যান্সার, কিডনি,লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ২২জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়৷ উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হবিগঞ্জ -৪ মাধবপুর -চুনারুঘাট আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এমপি। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান ও আওয়ামী বিভিন্ন সংঘটনের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগন।