মাধবপুরে মহাসড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-১

0
122

মোঃ হাউশ মিয়া, স্টাফ রিপোর্টারঃ ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার রতনপুর অভার ব্রিজ সংলগ্ন নামক স্থানে কভার ভ্যান ও মটর সাইকেলের সংঘর্ষে দুই জন নিহত ও একজন আহত হয়েছে। ঘটনাটি বুধবার ১৩ জুলাই সন্ধা ৭টা ৩০ মিনিটে ঘটেছে।

সিলেট থেকে ঢাকা মূখি একটি কভার ভ্যান আরেকটি কভার ভ্যান’কে পিছনে বেঁধে ঢাকার দিকে নিয়ে যাবার সময় হবিগঞ্জের মাধবপুরের রতনপুর বাস স্ট্যান্ড নামক স্থানে এসে ট্রাকের পিছনের রশ্মি দিয়ে বাধা অন্য কভার ভ্যানের রশ্মিটি ছিড়ে যায়। রশ্মি ছিরে নিয়ন্ত্রণ হারিয়ে কভার ভ্যানটি মোটর সাইকেল’কে ধাক্কা দেয়। এবং মটর সাইকেলে থাকা তিন আরোহী, কভার ভ্যানের ধাঁক্কায় তাৎক্ষণিক দু’জন ঘটনাস্থলেই মারা যায়।

কভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ২ আরোহী নিহত হয়েছে এবং অপরজন সিটকে পরে গিয়ে আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে আরিফ মিয়া(১৮), মোঃ ফরাস উদ্দিনের ছেলে মোঃ লিটন মিয়া(২০) এবং ( আহত ব্যক্তিও একই গ্রামের বাসিন্দা ছিলেন) মোঃ জুনাইদ মিয়ার ছেলে মোঃ রনি মিয়া আহত হয়েছে। আহত রনি’কে স্হানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এবং নিহতদের সুরতহাল করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন।

এই ব্যাপারে স্হানীয় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সন্ধ্যায় বৃষ্টির কারণে মহাসড়কে দ্রুতগতির কভার ভ্যানের ধাক্কা লেগে  মোটরসাইকেলের দুই আরোহী চাকার নিচে পরে নিহত হয়েছেন এবং অন্যজন ছিটকে পরে গিয়ে আহত হয়েছে। এ ঘটনায় কভার ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালকের কোন সন্ধান পাওয়া যায়নি, চালক পালিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here