মাধবপুরে মোয়াজ্জিন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার মুরাদ আলী

0
33

এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুরে পবিত্র ঈদুল ফিতরের দিনে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ভ্যানে করে উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজানোকে কেন্দ্র করে ইরফান আলী ( মসজিদের মোয়াজ্জিম)  নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। এবং রেহানা (৪৫), লিটন (২৫), রিপন (২০), হৃদয় মিয়া (১৬), আশরাফুল (২০), আম্বিয়া (৫৫), ফয়সল (২০) ও আম্বিয়া (৪৫) সহ আরও অন্তত ৪/৫ জন আহত হয়েছেন।

গত ২২/০৪/২০২৩খ্রি. তারিখ শনিবার ঈদের দিন সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ০৬ নং শাহাজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে উচ্চশব্দে সাউন্ড বক্সে গান বাজানোর ঘটনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে মসজিদের মোয়াজ্জিন ভিকটিম ইরফান আলী (৫৮), পিতা-মৃত চান মিয়া গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ভিকটিম ইরফান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

উক্ত ঘটনায় জনাব এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের নির্দেশে মাধবপুর থানা পুলিশ কর্তৃক দ্রুত মামলার এজাহারভূক্ত ০১ নং আসামী মোঃ আনোয়ার আলী সহ এজাহারভূক্ত ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।

সরজমিনে পরিদর্শন ও নিহতদের সাথে কথা বলছেন পুলিশ সুপার।

২৫ শেষ এপ্রিল মঙ্গলবার অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয় হত্যা ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, এজাহার নামীয় বাকী আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সঠিক বিচার পাওয়ার লক্ষে নিহত পরিবার ও গ্রামবাসীর সাথে কথা বলছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

এ সময় পুলিশ সুপার মহোদয় এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মোয়াজ্জিন হত্যার ঘটনার সরজমিন পরিদর্শনে পুলিশ সুপারসহ একদল পুলিশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, মাধবপুর থানা, হবিগঞ্জ সহ ও এলাকার গণ্যমান্য লোকজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here