মাধবপুরে যুবলীগ নেতার উপর হামলা ! থানায় অভিযোগ দায়ের 

0
300

মোঃ হাউশ মিয়া, স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহকারী সাংগঠনিক সম্পাদক ও ফানির্চার ব্যবসায়ী শফিক মিয়া (৪১) উপর হামলার ঘটনা ঘটেছে।হামলাকারীরা লোহার রড, ও লাঠি দিয়ে তাকে গুরুতর জখম করেন। শনিবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের ওনার বাড়ির পাশেই বাড়ির প্রবেশ পথে এঘটনা ঘটে।

গুরুতর আহত শফিক মিয়া-কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে। পূর্বের বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

আহতের পরিবার জানান,আমার স্বামী শফিক মিয়া একটি বিয়ে অনুষ্ঠানের ফার্নিচার অডার রাখে,সেইদিন ০৮ এপ্রিল সন্ধায় মালগুলো ১লক্ষ্যে ১০,০০০ হাজার টাকা দিয়ে ডেলিভারি করে রাতে বাসায় ফেরার সময় টাকাগুলো চিন্তাই করে নেওয়ার জন্য সোহেল ও তার বন্ধু আমার স্বামীকে আক্রমণ করে ।

লোক গুলোর পরিচয় বিষয়ে জানতে চাইলে আহত শফিক মিয়া বলেন-আমি ওদের চিনি ওরা পূ্র্ব ইটাখোলা গ্রামের বাসিন্দা, চুরি ডাকাতি ও মাদকসেবন কাজে নিয়জিত থাকে তারা,আমি তাদের কাজে বাধাঁ সৃষ্টি করতাম ভালো পথে আশার প্রস্তাব দিতাম এই জন্যেই তারা আমার সাথে শত্রুমি

সেইদিন রাতে দোকান থেকে রাতে বাড়ি ফেরার পথে কোন কথা ছাড়াই সোহেল মিয়া(৪১) পিতা নূর মিয়া মিস্তি,আমাকে আগাত করে তখন ওর বন্ধু আমাকে ধরে আমার পকেট আমার টাকাগুলো নিয়ে যায় আবার সোহেলের কাছে দিয়ে দেয়, সেই আমি চিৎকার করলে আমার পরিবার সহ বাড়ির আশেপাশের লোক এসে ২ নং ব্যক্তি জাহাঙ্গীর মিয়া(৪২) পিতা ইদ্রিস মিয়া, কে ধরে ফেলে, তাৎক্ষনিক ওকে আমাদের চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেলের কাছে নিয়ে গেলে বিচারে বসে বিষয়টি দেখবে বলে অপরাধীকে ছেড়ে দেয়, হাতেনাতে ধরে বিচার পায়নি বলে আমি সটিক বিচার পাওয়ার আশায় আমি আইনের আশ্রয় নিয়েছি ।

এই ব্যাপারে ৯নং নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মো. সুজন আহমেদ বলেন, চিহিৃত অপরাধীরা আমার সংঘঠনের সহকারী সাংগঠনিক সম্পাদকের উপর হামলা চালায়। আবার টাকাও নিয়ে যায়,হামলার ও ডাকাতির সাথে যারা জড়িত এবং নিদের্শদাতার কঠিন শাস্তি দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াপাড়া ইউ/পি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সাথে ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও উনার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনর্চাজ মো.আব্দুর রাজ্জাক বলেন বাদি পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here