মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পিয়াজ বাহী ট্রাকের ধাক্কায় আবু হাসান (১৮) নামে লরি চালকের এক হেলপার ঘটনাস্হলে নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে ঢাকা -সিলেট মহাসড়কের রতনপুর নামক স্হানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু হাসান ঝিনাইদহ জেলার শুক্কুর আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইয়ে থানার ওসি মইনুল ইসলাম জানান, একটি লরি দাড় করিয়ে চালক ও হেলপার বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সিলেটগামী পিয়াজ বাহী একটি ট্রাক দ্রুতগতিতে লরির সঙ্গে ধাক্কা মারে, এতে ঘটনাস্হলে লরির চালকের হেলপার আবু হাসান প্রান হারায় । খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পৌঁছে সড়কের যানজট মুক্ত করে
মাধবপুর ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।