মাধবপুরে শতবর্ষী বৃদ্ধার পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

0
583

নিজস্ব প্রতিনিধিঃ সকলের তরে সকলে আমরা , প্রত্যেকে আমরা পরের তরে। কবির এই বাণী যেন চির অমর, তাই তো ফেসবুকের তথ্যের ভিত্তিতে এক শতবর্ষী অসহায় বৃদ্ধার পাশে এসে দাঁড়ালেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা ফাতেমা-তুজ-জোহরা ।

তিনি মঙ্গলবার ( ২৭ এপ্রিল ) মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শতবর্ষী অসহায় বৃদ্ধা মোছাঃ রাহিয়া বেগমের বাড়িতে উপস্থিত হয়ে তাকে চাল, ডাল, পেয়াজ, আলু, তেল, লবণ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ঈদের শাড়ি বিতরণ করেন । এছাড়াও চলাফেরা করার জন্য একটি হুইল চেয়ার বিতরণ করেন ।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হতে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি এই পদক্ষেপ নেন। এসময় আরো সাথে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, ৩ নং ওয়ার্ডের মেম্বার এবং ধর্মঘর ইউনিয়নের সচিব।

নির্বাহী কর্মকর্তা জনাবা ফাতেমা-তুজ-জোহরা মানবিক সহায়তায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। উক্ত কাজের মাধ্যমে তিনি মানবিকতার পরিচয় দেন। তার এই কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষ তার প্রশংসা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here