শ্রীবাস সরকার, মাধবপুর থেকেঃ হবিগঞ্জের মাধবপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী হেলাল মিয়া (৪০) কে গ্রেফতার করছে থানা পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, গত ২৫ শে নভেম্বর বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা ইউপির গাঙ্গাইল গ্রামের মোঃ অলি মিয়ার শিশু কন্যা মোছাঃ নাদিয়া আক্তার রিজা (১১) কে ঘরে রেখে জীবিকার তাগিদে বাইরে চলে যান, রিজার মা হুনুফা বেগম ও ধান শুকাতে পাশের বাড়িতে চলে গেলে এরই ফাকে সকাল অনুমান ১১ টার দিকে একই গ্রামের মোঃ হেলাল মিয়া (৪০) শিশু নাদিয়াকে ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে তখন মেয়ের আর্তচিৎকারে তার মা দৌড়ে ঘরে এসে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়, তখন হেলাল মিয়া রিজার মাকে ধাক্কা দিয়ে চলে যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রতন জানান, অভিযুক্ত আসামী হেলাল মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।