মাধবপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ভিওি প্রস্তর স্হাপন করলেন এমপি সুমন 

0
178

মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাজাহানপুর ইউপির সুরমা-তেলিয়াপাড়া মহোৎসব কমিটির আয়োজনে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এর ভিওি প্রস্তর স্হাপন করেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টা সৈয়দ সাইদুল হক সুমন এমপি।

৭ই মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি, এসম উপস্থিত ছিলেন, জনাব এ.কে এম ফয়সাল উপজেলা নির্বাহী অফিসার মাধবপুর।

বিষেশ অতিথি ছিলেন, সভাপতি শ্রী যুক্ত বাবু পংকজ কুমার সাহা সাধারণ সম্পাদক শ্রী যুক্ত বাবু লিটন রায় উপজেলা পূজা উৎপাদন পরিষদ, সভাপতি শ্রী যুক্ত বাবু মনুজ কান্তি পাল মার্চেন্ট এসোসিয়েশন মাধবপুর, সাংগঠনিক সম্পাদক শ্রী যুক্ত বাবু মাধব রায় বাংলাদেশ উপজেলা আওয়ামী লীগ মাধবপুর শাকা সভাপতি শ্রী যুক্ত বাবু দিলীপ পাল সুরমা তেলিয়াপাড়ায় মহোৎসব কমিটির এবং সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী (মজনু) বাংলাদেশ আওয়ামী লীগ ৬ নং শাহজাহানপুর ইউপি প্রমূখ।

 

ফুল দিয়ে বরন করেন সাধারণ সম্পাদক শ্রী যুক্ত বাবু নারায়ণ সরকার (নয়ন) সুরমা-তেলিয়াপাড়া মহোৎসব কমিটির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here