মাধবপুরে সাংবাদিকের সহধর্মিণী বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

0
99

এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির মাধবপুর উপজেলা প্রতিনিধি  সাংবাদিক আজিজুর রহমান জয় এর সহধর্মিণী আসমা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাইমেশিন প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রার্থী ফাতেমা-তুজ জোহরা রীনা পদ্মফুল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৩০ ভোট । ৩২ হাজার ২৪ ভোট বেশি পেয়ে বিজয় ছিনিয়ে মোছাঃ আসমা আক্তার।

বুধবার (৫ জুন) রাতে উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মাধবপুর উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here