মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউপির বানেশ্বর গ্রামের আজগর আলী মাস্টারের ছেলে মুহাম্মদ হাফিজ আবিদ আলী কে গ্রেফতার করেছেন মাধবপুর থানা পুলিশ।
হবিগঞ্জ জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রেজাউল হক খান এর সার্বিক দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক তত্তাবধানে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এ এস আই (নিরস্ত্র) আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সিআর-৩৯২/২০২২ (উখিয়া) এর ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মুহাম্মদ হাফিজ আবিদ আলী’কে গ্রেফতার পূর্বক ১৯শে নভেম্বর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।