মাধবপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা ! স্বামী পলাতক

0
437

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে স্বামীর হাতে সৌদিপ্রবাসী স্ত্রী পারভিন আক্তার (৩৫) খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছেন। বুধবার (০৭ জুলাই) ভোরে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

স্থানীয়রা জানান,মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তকদির হোসেনের স্ত্রী পারভীন আক্তার দুই বছর সৌদিতে গৃহকর্ত্রীর কাজ শেষে এক মাস আগে বাড়িতে আসেন। এরপর আবারও তিনি সৌদিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে স্বামী বাঁধা দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

বুধবার ভোর রাতের কোনো এক সময় ঝগড়ার এক পর্যায়ে তকদির হোসেনের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী পারভীন আক্তারকে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.আমিনুল ইসলাম জানান, পারভীন আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী তকদির হোসেন পালিয়ে গেছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here