এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদে আগামী ৫ ই জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচনকে ঘিরে নিদ্রাহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এ উপজেলার সবকয়টি ইউনিয়নে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী ভোটের মাঠে লড়ছেন।
এদিকে নির্বাচন ঘনিয়ে আসায় মাধবপুর উপজেলার ১১ টি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা পাকাপোক্ত অবস্থান তৈরি করেছেন। আর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নৌকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেও অন্য কয়টিতে বিরোধী মতের প্রার্থীদের কাছে রীতিমতো অসহায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা।
মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ঘুরে জানা যায় অধিকাংশ ইউনিয়নে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা বিজয়ের মালা গলে পড়ে বলে উৎসবমুখর পরিবেশে রয়েছে এগিয়ে । আর বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মাঝিরা নৌকার সম্মান রাখতে রয়েছে দিশাহারা।