মাধবপুরে স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক যুবক

0
76

এম এ কাদেরঃ হবিগঞ্জের মাধবপুরের হিন্দু ধর্মাবলম্বী এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নও মুসলিম যুবক ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় উপজেলার ছাতিয়াইন বাজার জামে মসজিদের ইমাম মাওঃ ক্বারী ইমাদুল (ইমাদ) হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

গত ০৯/০৭/২০২৪ইং তারিখে পবিত্র কালিমা পাঠ করিয়া ছাতিয়াইন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা ইমাদ উদ্দিন সাহেবের নিকট মুসলমান হই এবং পূর্বের নাম দুলাল দাস এর পরিবর্তে ইসলামিক নাম আব্দুল্লাহ আল দুলাল রাখা হয়। বর্তমানে তিনি একজন মুসলিম পুরুষ হিসাবে সর্বক্ষেত্রে পরিচিত হয়েছে।

দুলাল দাস, বর্তমানে মুসলিম নাম- আব্দুল্লাহ আল দুলাল, পিতা- সুনীল দাস, মাতা- কল্পনা দাস, সাং- স্থাতিয়াইন, ডাকঘর- ছাতিয়াইন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, জন্ম তারিখ- ১৫/০১/১৯৯৮ইং, জাতীয় পরিচয়পত্র নং-২৮৬১৬৫৪৪৫৩, পেশা- ড্রাইভার, ধর্ম- ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী। হবিগঞ্জ বিজ্ঞ নোটারী পাবলিক জানিয়া শপথ পূর্বক ঘোষনা করিয়া জন্ম সূত্রে হিন্দু ছিলেন।

নো

দুলাল দাস নোটারি পাবলিকে উল্লেখ করেন, আমার বয়স বৃদ্ধির সাথে সাথে, আমার নিজস্ব জ্ঞান বৃদ্ধির ফলে এবং ভাল মন্দ বুঝার যথেষ্ট ক্ষমতা সৃষ্টি হওয়ায় আমি বুঝিতে পারি যে, পবিত্র ইসলাম ধর্মই হলো ইহকাল ও পরকালের একমাত্র মুক্তির পথ। তাই আমি ইহকাল ও পরকালের মুক্তি কল্যাণের জন্য আল্লাহ এক এবং হযরত মোহাম্মদ (সঃ) সর্বশেষ নবী তাহা মনে প্রানে বিশ্বাস করিয়া
স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করিয়া গত ০৯/০৭/২০২৪ইং তারিখে পবিত্র কালিমা পাঠ করিয়া অনৈ মাওলানা ইমাদ উদ্দিন সাহেবের নিকট মুসলমান হই এবং আমার পূর্বের নাম দুলাল দাস এর পরিবর্তে ইসলামিক নাম আব্দুল্লাহ আল দুলাল রাখি। বর্তমানে আমি একজন মুসলিম পুরুষ হিসাবে সর্বক্ষেত্রে পরিচিত হইব। ইহাই আমার শপথ পূর্বক বক্তব্য।

অত্র এফিডেভিট আমার কথামত লিখা হওয়ায় এবং আমাক পাঠ করাইয়া শুনাইলে আমি শুনিয়া বুঝিয়া শুদ্ধ স্বীকারে স্বেচ্ছায় অন্য কাহারো বিনা প্ররোচনায় নিম্নে নিজ নাম দস্তখত দিয়া
অত্র এফিডেভিট সম্পাদন করিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here