স্বরাষ্ট্রমন্ত্রী’র স্বহস্তে মাধবপুরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শায়েস্তাগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধন

0
189

এম এ কাদেরঃ সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুললের শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র মন্ত্রীবীর মুক্তিযুদ্ধা আসাদুজ্জামান খান কামাল এবং  বিমান পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ( হবিগঞ্জের ০৪ আসনের সাংসদ এড. মাহবুব আলী এমপি।

বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া চা বাগান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন,স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযুদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল।এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টি কোম্পানির ডিজিএম এমদাদুর রহমান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহম আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক,  যুবলীগ সভাপতি ফারুক পাঠান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করলেন বীর মুক্তিযুদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় থানা ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।

ভবনটি সোয়া আট কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে সরকারের গণপূর্ত বিভাগ।

ভবন উদ্বোধনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে থানা ভবনের উদ্বোধনী কেক কাটেন।

নবনির্মিত থানা ভবনের সামনের মাঠে সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে

‘নবযাত্রা’ ও ‘প্রচেষ্টা’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বলে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্বোধনী ফলক উন্মোচনকালে উপস্থিত ছিলেন,

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির, এড. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি প্রমুখ।

স্বরাষ্ট্র মন্ত্রী’র আগম উপলক্ষে হবিগঞ্জ জেলার আ.লীগের অঙ্গ সংগঠনের সর্বস্হরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল জনসমুদ্রের ন্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here