মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ মাধবপুরে ১২২টি পূজা মন্ডপে ১৮ হাজার ৪শ টাকা করে সরকারী অনুদান প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইশরাত জাহান, জেলা প্রশাসক হবিগঞ্জ।
এছাড়া আরো বক্তব্য রাখেন,পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চন্দ্র দাস, সেক্রেটারী লিটন রায়, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শংকর পাল সুমন, প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া, পৌর পূজা কমিটির সভাপতি প্রমোদ রঞ্জন মালাকার, নোয়াপাড়া ইউ’পি আওয়ামীলীগ সভাপতি জিতু মিয়া প্রমূখ ।
সভা শেষে জেলা প্রশাসক ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২২টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে ১৮ হাজার ৪শ টাকা করে মোট ২৩ লক্ষ ১৮ হাজার টাকা বিতরণ করেন। এ সময় হিন্দু কল্যাণ ট্রাস্টের ৪ হাজার টাকা করে ১২টি মন্দিরের মধ্যে চেক বিতরণ করেন।
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সরকারের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত রয়েছে। আমরা সেই দৃষ্টান্ত বজায় রাখতে হবে। তিনি সকলকে একটু সহিষ্ণু হয়ে সার্বজনীন উৎসব করার আহ্বান জানান।