শ্রীবাস সরকার, মাধবপুর (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের মাধবপুরে ১৫ কেজি ভারতীয় গাঁজাসহ লিটন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে মাধবপুর থানা পুলিশ।
শুক্রবার (২৬ নভেম্বর) ২ টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ১৫ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত লিটন মিয়া রসুলপুর গ্রামের মোঃ রাজ্জাক এর ছেলে।
ওসি মোঃ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।