হবিগঞ্জ গোয়েন্দা শাখার অভিযানে ২৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মাধবপুরের জাহাঙ্গীর আটক

0
104

এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সায়হাম কমপ্লেক্স মার্কেটের ২য় তলার ১৩৮নং দোকানের মালিক মোঃ জাহাঙ্গীর খান (২৮) কে চোরাইকৃত মোবাইল ফোন ক্রয়-বিক্রয় কালীন সময়ে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।

৬ই অক্টোবর বৃহস্পতিবার অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি’র নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে বিকাল সাড়ে চার ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা’র একদল পুলিশ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন মাধবপুর বাজারস্থ সায়হাম কমপ্লেক্স মার্কেটের ২য় তলায়। অভিযানে “মোবাইল ক্লিনিক” নামক দোকানে চোরাইকৃত মোবাইল ফোন ক্রয়-বিক্রয় কালীন সময়ে মাধবপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের ঘুমুটিয়া গ্রামের লাল মিয়া খান এর ছেলে মোঃ জাহাঙ্গীর’কে ২৩টি বিভিন্ন মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন(যার অনুমান মূল্য ৪ লক্ষ ৬৭ হাজার টাকা)সহ আটক করা হয়েছে।

স্হানীয় কিছু সংখ্যক লোক নাম প্রকাশে অনিচ্ছুক, তারা বলেন জাহাঙ্গীর দীর্ঘ দিন যাবত চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করে আসছে। বিশেষ করে ব্রাহ্মণ্যবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার ধরমন্ডল গ্রামে রয়েছে একটি বিশাল চুরি ও ছিনতাইকারীর চক্র। তাদের সাথে জাহাঙ্গীরের রয়েছে গভীর সম্পর্ক। যার সুবাদে ধরমন্ডল এলাকার অধিকাংশ ঐ চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে জাহাঙ্গীরের সাথে চুরি ও ছিনতাই করা দামী মোবাইল ফোন গুলো বিক্রয় করে সুবিধা ভোগ করছে। আর জাহাঙ্গীরও বেশি দামের মোবাইল গুলো চুরি ও ছিনতাই চক্রের সদস্যদের কাছ থেকে অল্প দামে ক্রয় করে তা মোটা অংকের লভ্যাঅংশে বিক্রি করে যাচ্ছে। জাহাঙ্গীর দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে, বলে জানিয়েছেন মাধবপুর উপজেলার অনেক ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here