শ্রীবাস সরকার,মাধবপুর থেকেঃ হবিগঞ্জের মাধবপুরে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে তেলিয়াপাড়া ফাঁড়ী পুলিশ । জানা যায়,গত মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধা ৭ টা দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর সামনে চেকপোস্ট পরিচালনা করে একটি মোটরসাইকেলে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাহজাহানপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী জামাল মিয়া (২৪) কে গ্রেফতার করেন । ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরী জানান গ্রেফতার কৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ।