এম এ কাদেরঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫৬ কেজি গাঁজাসহ সোহাগ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ এবং মাদক বহনের কাজে ব্যবহৃত সিএনজি আটক।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১১ই ফেব্রুয়ারী সকাল ০৬:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এস আই অনিক চন্দ্র দেব সংগীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উপজেলার ০৬ নং শাহাজাহান ইউনিয়নের নোয়াপাড়া -টু- শাহপুরগামী রাস্তার রতনপুর ব্রীজের দক্ষিণ দিকে আবুল হোসেনের স-মিলের সামনে পাকা রাস্তার উপর আসামী মোঃ সোহাগ মিয়া(২৫), পিতা- মনু মিয়া, সাং-মধ্য বেজুড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে ৫৬ (চাপান্ন) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করেন।
এই বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে আমরা স্ব-চেষ্ট রয়েছি।
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।