এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বিশেষ অভিযানে ইং ১৯শে মার্চ এসআই (নিঃ) এসএম বুলবুল আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ বেজুড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাধবপুরে ৫ জুয়াড়ী আটক নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে।
আটকৃতরা হলেন, মোঃ আরিছ মিয়া( ৫০), পিতা-মৃত মন্নর আলী গ্রাম- জোয়ালভাঙ্গা (০৫নং আন্দিউড়া ইউপি , নয়ন রায় (৩৭), পিতা-নারায়ন রায় , গ্রাম-বনিকপাড়া, (মাধবপুর পৌরসভা), মোঃ হেলাল মিয়া(৩৮), পিতা-মোঃ নুর হোসেন , গ্রাম- জোয়ালভাঙ্গা (০৫নং আন্দিউড়া ইউপি), মোঃ মাজু মিয়া(৪৮), পিতা-মৃত সিরাজ মিয়া গ্রাম জোয়ালভাঙ্গা (০৫নং আন্দিউড়া ইউপি), মোঃ কাওসার মিয়া (৫০), পিতা-মৃত ফজলু মিয়া ,স্থায়ী: গ্রাম- জোয়ালভাঙ্গা ০৫নং আন্দিউড়া ইউপি।
জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা হয় এবং তাহাদের হেফাজত হইতে জুয়া খেলায় ব্যবহৃত ০৬টি জুয়া খেলার গুটি, ০১টি কালো মগ ও ০২টি জুয়া খেলার কোট সহ নগদ ২৩,৮০০/- টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত: অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।