রিদয় এস এম শাহ আলম, মাধবপুর থেকেঃ হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ি এলাকাধীন ২নং চৌমুহনী ইউনিয়নের ধর্মঘর হইতে মনতলাগামী মঙ্গলপুর সাকিনে জনৈক আসকর আলীর বাড়ীর পাশে পাকা রাস্তার উপর ইং-২৩/৫/২১ তারিখ রাত্রি ০৮.২৫ ঘটিকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ০৬ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী ০১। মোঃ সালাউদ্দিন (২৩), পিতা-মৃত আবুল কাশেম, এ/পি সাং-বাসা/হোল্ডিং খ-৪৫, দক্ষিণ বাড্ডা, পোস্ট গুলশান মডেল টাউন ১২১২, থানা-বাড্ডা, ডিএমপি ঢাকা, স্থায়ী সাং-চর মার্টিন, থানা-কমলনগর, জেলা লক্ষীপুর, ০২। মোঃ শান্ত মিয়া রাব্বি(২০), পিতা-রুকু মিয়া, সাং-দেওড়া, থানা-সরাইল, জেলা-বি-বাড়িয়াদ্বয়কে আটক করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে ।