মাধবপুর উপজেলার  নারাইনপুর গ্রামের ১হাজার ফিট রাস্তার ডালাই কাজের শুভ উদ্বোধন করলেন-সৈয়দ মোঃ শামীম সাহেব

0
292

এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউপির নারাইনপুর গ্রামের দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ অবহিলিত রাস্তার কাজে নজর পড়ল জেলা পরিষদের পেনেল চেয়ারম্যান (০১) সৈয়দ মোঃ শামীম সাহেবের ।  জেলা পরিষদের বরাদ্দ হতে নারাইনপুর গ্রামের ১হাজার ফিট রাস্তা ডালাইয়ের কার্যক্রম আজ জুম্মার নামাজ বাদ শুরু হয় ।

জেলা পরিষদের পেনেল চেয়ারম্যান (০১) সৈয়দ মোঃ শামীম সাহেব ও নোয়াপাড়া ইউনিয়নের চেযারম্যান সৈয়দ মোঃ জাবেদ সাহেব এর যৌথ উদ্যোগে নারাইনপুর রাস্তার ডালাইয়ের কাজ পরিদর্শন ও শুভ উদ্বোধন করলেন।

বিস্তারিত দেখতে ও জানতে এই লিংখে ক্লিক করুন https://youtu.be/GjsalD78Jic

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here