এম এ কাদেরঃ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পঞ্চম ধাপে আসন্ন মাধবপুর উপজেলার নির্বাচনকে সামনে রেখে চুড়ান্ত হলো উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের নৌকার মনোনয়ন ।
আজ সোমবার (৬ই ডিসেম্বর ) সাড়ে ১২ টায় আওয়মীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার এক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নৌকার মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয় ।
দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্কিত স্বপ্ন পুরনের জায়গা দখল করে ঢাকা খেকে বাড়ি ফিরবেন মাধবপুর উপজেলার নৌকার মাঝিগন ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জন নেত্রী শেখ হসিনার নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন ।
মাধবপুর উপজেলায় ১১টি ইউনিয়নে যারা হলেন নৌকার মাঝি
১নং ধর্মঘর- মোহাম্মদ মিজবাহুল বর পলাশ
২নংচৌমুহনী- মোহাম্মদ আপন মিয়া
৪নংআদাঐর- মোঃ ফারুক পাঠান
৫নংআন্দিউড়া- আলহাজ্ব আতিকুর রহমান
৬নংশাহজাহানপুর- বাবুল হোসেন খাঁন
৭নংজগদীশপুর- সৈয়দ ইমরুল হোসাইন (রাসেল )
৯নংনোয়াপাড়া- শেখ মোজাহিদ বিন ইসলাম
১০নংছাতিয়াইন- ফাতেমা-তুজ-জোহরা রীনা
১১নংবাঘাসুরা- মোঃ এখলাছ মিয়া