এম এ কাদেরঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন প্রাথী মনোয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৪৫ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন । মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার জানা যায় উপজেলার ১১ ইউনিয়নে সব মিলিয়ে ৬৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন ।
মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে আওয়ামীলীগের ১১ জন, জাতীয় পার্টি থেকে ৩ জন ও স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন ৪৬ জন। তফসিল অনুযায়ি আগামী ৫ জানুয়ারী মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলার নির্বাচন কর্মকর্তা।