মাধবপুর তেলিয়াপাড়ার স্মৃতিসৌধে ২ মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0
110

শ্রীবাস সরকার, মাধবপুর( হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের মাধবপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুই মন্ত্রী।

৩রা ডিসেম্বর শনিবার শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্ভোদন উপলক্ষে ৭১ রনাঙ্গনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া চা বাগান এলাকার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টি কোম্পানির ডিজিএম এমদাদুর রহমান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি রহম আলী, যুবলীগ সভাপতি ফারুক পাঠান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here