শ্রীবাস সরকার, মাধবপুর থেকেঃ হবিগঞ্জের মাধবপুর থানা কর্তৃক টিম মাধবপুর থানার কয়েকটি আভিযানে শনিবার(৬ নভেম্বর) রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে চুরি/ডাকাতি/মাদকসহ বিভিন্ন অপরাধে জি আর পরোয়ানা ভুক্ত ১২ জন পলাতক আসামী, সি আর পরোয়ানা ভুক্ত ৩ জন পলাতক আসামীসহ মাদক মামলার নিয়মিত ২ জন, ধর্ষণের চেষ্টার পুরাতন মামলার ১ জন পলাতক আসামি এবং অপরাধ নিবারণ কল্পে কা:বি: ১৫১ ধারায় একজন আসামীসহ সর্বমোট ১৯ জন আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার কৃত আসামীদের আদালতে প্রেরন করা করা হয়েছে৷ এছাড়া টিম মাধবপুর থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।