মাধবপুর নোয়াপাড়ায় রানার্স ইউনিটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

0
80

রায়হান আহমেদ সম্রাট, মাধবপুর ( হবিগঞ্জ ) থেকেঃ সুস্থতায় সকল সুখের মূল সেই প্রতিপাদ্যদকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় রানার্স ইউনিটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল।

তিনি বলেন, ব্যায়াম মানে শারীরিক কিছু ক্রিয়াকর্ম, যা আমাদের মানসিক সক্ষমতাকে স্বাভাবিক কিংবা বাড়াতে সহায়তা করে।
সুস্থ থাকতে শরীরচর্চা বা ব্যায়াম করার বিকল্প নেই। তাই রোগ না থাকলেও সুস্থতা ধরে রাখতে আমাদের নিয়মিত শরীরচর্চা করা উচিত। প্রতিদিন ৩০ মিনিট করে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন ব্যায়াম করা প্রয়োজন।

তিনি নোয়াপাড়া রানার্স ইউনিটির প্রতিষ্ঠালগ্নে যারা উদ্যোগী হয়ে এই সুন্দর শরীর পরিচর্চার ব্যবস্থা করেছেন তাঁদের শুভেচ্ছা জানান।

মোঃ রমজান আলীর সঞ্চালনায় ও রবিউল আউয়াল সোহাগের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন, নোয়াপাড়া রানার্স ইউনিটির সদস্য ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নোয়াপাড়া শাখার ম্যানেজার মোস্তাক আহমেদ সোহাগ, বিল্লাল চকদার, আব্দুল মতিন, ট্রেইনার জামাল উদ্দিন, সুজন চৌধুরী, লালু মেম্বার, সাদমান জহির, জামাল উদ্দিন, সুমন চৌধুরীসহ প্রমূখ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচীতে ছিল
মিলাদ-দোয়া, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকল সদস্যদের নিয়ে কেক কাটাসহ ফটোসেশান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here